এসএসসি, এইচএসসি ছাত্রছাত্রীদের গ্রামার বিষয়ে মৌলিক ধারণা পেতে ফাইলটি ভাল সহায়ক হবে। এছাড়া বিসিএস সহ যেকোন চাকরির পরীক্ষার্থীদের জন্য ফাইলটি খুব গুরুত্বপূর্ণ।
লেখকের প্রারম্ভিক কিছু কথা
ইংরেজী ভাষার technology অত্যন্ত সহজ, scientific and logical অথচ শিক্ষার্থীরা হতাশ। ইংরেজী যেন একটি পাহাড় ডিঙানাে সমস্যা।
English Phobia -য় আক্রান্ত সকলে। তারা গনিত ভাল বুঝে, Physics ভাল বুঝে, রসায়ন ভাল বুঝে, অর্থনীতি ভাল বুঝে। সব subject -এ
letter marks Tics star marks secure PGI a ইংরেজীতে। ৭০০ নম্বরের বেশী পেয়েও ইংরেজীতে ফেল। এর কারন কি?
আমি ব্যপক আলােচনায় না গিয়ে মূল কারনটি চিহ্নিত করার চেষ্টা করছি। তারা ইংরেজী শিক্ষার গােড়াপওন থেকেই ভাষার technology না বুঝে নিতান্ত মুখস্তের মাধ্যমে ভাষাটিকে রপ্ত করার চেষ্টা চালায়।
এটা এক রকম অসম্ভব ব্যাপ্যার। দোষ তাদের নয়। এ রকম উপদেশ বা নির্দেশই তাদেরকে দেয়া হয়। তাছাড়া ভয় দেখিয়ে ইংরেজীর প্রতি একধরনের ভীতিও সৃষ্টি করা হয়। বলা হয়,ইংরেজী অত সহজ নয়, ভাল ছাত্র ছাড়া ইংরেজী শেখা সম্ভব নয়, ইত্যাদি। কিন্তু প্রকৃত ব্যাপারটি ঠিক এর উল্টো। যাই হােক এ সকল ভয়-ভীতি বা ভুল নির্দেশনার কারনে শিক্ষার কেন্দ্র বিন্দু থেকে ছাত্রা দূরে সরে যায় -
তাদের ভেতরে ইংরেজীর প্রতি disinterest grow করে। ফলত: Phobia-র সৃষ্টি হয়।
এ সমস্যা দূরীকরনের একমাত্র উপায়, ভাষার technology এবং logic বুঝে চর্চা করা।
কোন অযৌক্তিক নিয়মের অবকাশ নেই। I go to school , কিন্তু I go home -home'-এর আগে to বসে না বললে চলবে না। কেন বসে না, তা বুঝতে হবে -যুক্তি ভিত্তিক আলােচনায় আসতে হবে। তবেই Phobia
দূর হবে।
এছাড়া প্রত্যেক ভাষার মূল উপাদান হচ্ছে ঐ ভাষার শব্দ সম্ভার বা Vocabulary I
Vocabulary জানতে হবে, একথা বলা বাহুল্য। বরং যার stock of words যত সমৃদ্ধ, ভাষায় তার দখল তত বেশী। শব্দের nature বা প্রকৃতি বুঝে সঠিক ব্যবহারের দক্ষতাই ভাষায় দখল। এক্ষেত্রে মূলত:
Parts of speech সম্বদ্ধে সম্যক ধারনা নিতে পারলেই Grammar - এর ৫০% শেখা সম্পন্ন বলে আমি মনে করি। কিন্তু সত্যটি হচ্ছে।
আমাদের শিক্ষার্থীদের ৯০% Parts of speech বুঝে না।
Basic English Grammar
English language technology is very simple, scientific and logical but the students are disappointed. English is like climbing a hill. Everyone with English Phobia. They understand mathematics well, they understand physics well, they understand chemistry well, they understand economics well. In all subjects letter marks Tics star marks secure PGI a in English. Even if you get more than 600 marks, put it in English. What is the reason for this?
I am trying to identify the root cause without going into extensive discussion. They try to master the language by memorizing it without understanding the technology of the language from the very beginning of English education. It's kind of impossible. It's not their fault. Such advice or instruction is given to them. Moreover, a kind of fear is created towards the English by showing fear. That being said, English is not so easy, it is not possible to learn English without good students, and so on. But the reality is just the opposite.
However, due to all these fears or misdirections, the students move away from the center point of education - Inside them grows disinterest towards English. As a result, phobia occurs. The only way to overcome this problem is to understand the technology and logic of the language. There is no room for irrational rules. I go to school, but I go home -home'- before sitting to say not to go. You have to understand why you don't sit down - you have to come to a logical discussion. Then Phobia Will be gone.
In addition, the main component of each language is the vocabulary I of that language Needless to say, you need to know vocabulary. Rather, the richer the stock of words, the greater his command of the language. Language skills are the ability to understand the nature of words and use them properly. In this case basically: I think learning 50% of grammar is complete if you can get a good idea about parts of speech. But the truth is happening. 90% of our students do not understand Parts of speech.
নিচের ডাউনলোড লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন
0 Comments