১২৯ পেইজের সম্পূর্ণ PDF ফাইলটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
পিডিএফ ফাইলটির কিছু নমুনা প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল:
# নিচের কোনটির গ্রহণযােগ্য বাংলা পরিভাষা তৈরি হয়নি?
→ pass-word
# 'Parasite' -শব্দের বাংলা পরিভাষা পরগাছা
#'Depreciation' -এর গ্রহণযােগ্য বাংলা পরিভাষা অবচয়
# 'Puritanism' T49 অতিনৈতিকতা
# Sponsor শব্দের পারিভাষিক অর্থ কোনটি ? পােষক
#'Civil' শব্দের পারিভাষিক শব্দ কোনটি ? দেওয়ানি
#'Quota' এর পরিভাষা কি? যথাংশ
#'Intellectual' শব্দের বাংলা অর্থ কি ? বুদ্ধিজীবী
#'Wisdom' শব্দের বাংলা অর্থ কোনটি ? > প্রজ্ঞা
# 'Morphology'-এর বঙ্গানুবাদ হলাে- রূপতত্ত্ব
# নিচের কোনটি অর্ধতৎসম শব্দ? গিন্নি
# গেরাম কোন জাতীয় শব্দ ? অর্ধতৎসম
খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি যুক্ত হয় না? > ষ
# সন্দেশ কোন শ্রেণীর শব্দ? রূঢ়ি
# বাবুর্চি কোন ভাষার শব্দ? তুর্কি
# বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
চা, চিনি
# খদ্দর শব্দ বাংলা ভাষায় এসেছে।
গুজরাটি থেকে
# চাঁদ কোন শ্রেণীর শব্দ ?
> তদ্ভব
# বাংলা ভাষার চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ফার্সি
# নিচের কোনটি একটি যৌগিক শব্দ?
গায়ক
# বাবা এবং দাদা শব্দ দুটি কোন ভাষা থেকে গ্রহণ করা হয়েছে?-তুর্কি
# ইস্কাপন কোন দেশি শব্দ?
> ওলন্দাজ
# নিচের কোনটি একটি আরবি উপসর্গ ?
> আম
# তেজারত' শব্দটি কোন দেশি ?
আরবি
# নিচের কোনটি একটি যােগরূঢ় শব্দ ?
পঙ্গজ
# 'গেরাম কোন জাতীয় শব্দ?
অর্ধতৎসম
# কৃষ্ণ' এর অর্ধততসম শব্দ কোনটি ?
> কেষ্ট
# বাংলা ভাষা কোন শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে?
> চা, চিনি
# সিডর কোন ভাষার শব্দ ?
সিংহলি
# দাওয়াত শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
আরবি
# সবুজ কোন ভাষার শব্দ
> ফারসি
# ছেমড়া' শব্দটির উৎস
তুর্কি
# কোনটি তুলনা জ্ঞাপক শব্দ ?
> প্রামাণ্য
# কাঁচি কোন ধরনের শব্দ ?
তুর্কি
# শব্দের গঠনমূলক শ্রেনী বিভাগ: ২ প্রকার
মৌলিক শব্দ: যে শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে।
সাধিত শব্দ: যে সব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবােধক শব্দ পাওয়া যায় সেগুলােকে সাধিত শব্দ বলে।
# শব্দের অর্থমূলক শ্রেণী বিভাগ: ৩ প্রকার
যৌগিক শব্দ: যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় সেগুলােকে যৌগিক শব্দ বলে। যেমন:- গায়ক, কর্তব্য ইত্যাদি।
রূঢ়ি শব্দ: যে শব্দ প্রত্যয় বা উপসর্গযােগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে। যেমন:- বাঁশি, তৈল ইত্যাদি।
যােগরূঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অর্থের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যােগরূঢ় শব্দ বলে। যেমন:- রাজপুত, মহাযাত্রা ইত্যাদি।
# তথ্য যোগ 'বৃক্ষ শব্দের সমার্থক শব্দ: গাছ, শাখী, বিটপী,
তরু প্রভৃতি।
# আকাশ' শব্দের সমার্থক কোনটি ?- অম্বর
গণপূর্ত অধিদপ্তরের কম্পিউটার অপারেটর-২০১৬
# চোখ'-এর সমার্থক শব্দ
> লােচন
PKSF AM-2016
# তথ্য যোগ চোখ = নয়ন, অক্ষি, আঁখি, নেত্র।
# কিশলয়'-এর প্রতিশব্দ কোনটি ?- পাতা
PKSF AM-2016
# আভরণ শব্দের অর্থ কি ? -> অলংকার
Bangladesh Bank - AD - 2015
# 'পাবক' নিচের কোন শব্দের প্রতিশব্দ ? অগ্নি
Bangladesh Bank - AD - 2015
# নিচের কোনটি কন্যার সমার্থক নয়? সহােদরা
Janata Bank Ltd. - AED (T) - 2015
# সমুদ্র'-এর সমার্থক শব্দ নয় কোনটি ? অদ্রি
# তথ্য যােগ: অদ্রি = পর্বত।
Janata Bank Ltd. - AED (T) - 2015
# অভিনিবেশ শব্দটির অর্থ কি? মনােযােগ
Bangladesh Bank - Officer- (General Side) - 201S
# রাত্রি'র সমার্থক শব্দ নয় বারিদ
Bangladesh Bank - 0fficer- (General Side) - 2015
# আগুন এর সমার্থক শব্দ নয় কোনটি ? > আংশু
Rajshahi Krishi Unnayan Bank - Officer - 2015
# তথ্য যােগ: আগুন এর সমার্থক পাবক, বৈশ্বানর, হুতাশন।
# স্বার্থহীনতার সমার্থকতা পাওয়া যায় যে শব্দে
লােকহিত
Janata Bank Ltd. - AED - 2015
# রাজা শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? অম্বুপতি
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী (সিভিল)-২০১৫
# তথ্য যােগ:'রাজা শব্দের সমার্থক শব্দ: নরপাল, ভূপাল, ভূপতি, নরেন্দ্র, ক্ষিতিপ, ক্ষিতিপাল, শাসক, মহীন্দ্র, মহীপ, নরেশ, অধিশ্বর, রাজাধিরাজ।
# পানি'-এর সমার্থক শব্দ কোনটি ? জল
পানি উন্নয়ন বাের্ড অফিস সহায়ক-২০১৫
সম্পূর্ণ PDF ফাইলটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
0 Comments