Ad Code

Responsive Advertisement

অডিটর নিয়োগ প্রস্তুতি Part 1- PDF ফাইল







 বাংলাদেশ বিষয়াবলি
  • মহাস্থানগড় যে নদীর তীরে অবস্থিত > করতােয়া।
  • লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন > মােহাম্মদ আযম।
  • মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে> ভৈরব বাজারে।
  • জাতীয় জাদুঘরের স্থপতি > মােস্তফা কামাল।
  • নােয়াখালীর পূর্বনাম >সুধারাম।
  • দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় > ১ জানুয়ারি ১৯৯৩।
  • মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরোেত্তম
  • খেতাবে ভূষিত করা হয়> ৬৮ জন।
  • পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন >চৌধুরী খালেকুজ্জামান।
  • তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন >নারিকেল বাড়িয়ায় ।
  • জাতীয় 'ই-তথ্যকোষ' উদ্বোধন করা হয়> ২৭ ফেব্রুয়ারি ২০১১।
  • সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন > জাহাঙ্গীরনগর।
  • ২১ ফেব্রুয়ারি ১৯৫২ তৎকালীন পাকিস্তানের
  • প্রধানমন্ত্রী ছিলেন > খাজা নাজিমউদ্দীন।
  • শিখা চিরন্তন' অবস্থিত > সােহরাওয়ার্দী উদ্যানে।
  • বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমার পরিমাপ> ১২ নটিক্যাল মাইল।
  • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি স্থাপিত হয়> ১৯৭৫ সালে, রাঙ্গামাটিতে।
  • বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে চিফ অব
  • স্টাফের দায়িত্ব পালন করেন > লে. কর্নেল এম এ রব।
  • বাংলাবান্ধা যে জেলায় অবস্থিত > পঞ্চগড়।
  • বাংলাদেশ সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন > ৩৪ জন।
  • জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম বাংলাদেশ সফর করেন > কুট ওয়াল্ডহেইম।
  • বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় > জুলাই ১৯৭৩।
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল > ৪ বছর।
  • বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন _ বিমান মল্লিক।
  • বাংলাদেশের প্রথম Wi-Fi City'র নাম > সিলেট।
  • মুক্তিযুদ্ধভিত্তিক সর্বোচ্চ উচ্চতার ভাস্কর্য > বীর, ঢাকা।
  • মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়>  ৫ মার্চ ২০২০।
  • ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন > লিটন দাস।
  • বাংলাদেশে COVID-19 আক্রান্ত রােগী শনাক্ত হয় > ৮ মার্চ ২০২০।
  • একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম > আমার বাড়ি আমার খামার প্রকল্প।
  • কারাগারের রােজনামচা'-র ভূমিকা লিখেছেন > প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ২০১৯-২০ অর্থ-বছরের বাংলাদেশের জাতীয় বাজেট-৫,২৩,১৯০ কোটি টাকা।
  • বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় > ১৯৮০ সালে।
  • বাংলাদেশ ক্রিকেটে যে পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়ন > অনুর্ধ্ধ-১৯ বিশ্বকাপ ।
  • বাংলাদেশের জাতীয় সংসদে মাননীয় সদস্যবর্গের সংখ্যা > ৩৫০ জন।
  • বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় স্পিকার-এর নাম > ড. শিরীন শারমিন চৌধুরী।
  • জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যত টাকা মূল্যমানের স্মারক নােট প্রচলন করে > ২০০ টাকা।
  • বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার > চিত্রশিল্পী কামরুল হাসান।       আন্তর্জাতিক

  • হিজরী সন গণনা শুরু হয়> ৬২২ সাল থেকে।
  • OPEC-এর সদর দপ্তর অবস্থিত > ভিয়েনা, অস্ট্রি়া।
  • মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী>  ককেশীয়।
  • পার্ল হারবার অবস্থিত হাওয়াই দ্বীপে।
  • জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয়> ১৯৪৮ সালে।
  • ইউরােপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় >১৪৮৭ সালে।
  • শাত-ইল-আরব যে দেশের সীমানা নির্দেশ করে > ইরাক ও ইরান।
  • ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি> অটোয়া চুক্তি।
  • ক্যাটালন যে দেশের ভাষা > স্পেন।
  • সাংবাদিকতায় পুলিৎজার পুরস্কার দেয়া হয় > ১৯১৭ সালে।
  • ১০ নং ডাউনিং স্ট্রিট হলাে > ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
  • জাতিসংঘের ইউরােপীয় দপ্তর অবস্থিত > জেনেভা, সুইজারল্যান্ড।
  • মালদ্বীপের মুদ্রার নাম > রুপিয়া।
  • মাদার তেরেসা পরিচালিত দাতব্য প্রতিষ্ঠানটির নাম>  মিশনারিজ অব চ্যারিটি।
  • কালাপানি যে দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড > ভারত ও নেপাল।
  • উরুগুয়ে রাউন্ডের সংলাপ চলেছিল>  ৮ বছর।
  • প্রাণঘাতী করােনাভাইরাস প্রথম শনাক্ত হয় > ১৯৩০ এর দশকে।
  • ২০১৯ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ> নরওয়ে।
  • বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান > সেবাস্তিয়ান কুর্জ, অ্ট্রিয়।
  • বিশ্বে প্রথম ই-পাসপাের্ট চালু হয় > মালয়েশিয়ায়।
  • আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয় > ১৪ মার্চ।
  • সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ>  মালদ্বীপ।
  • উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের যে প্রদেশে বাস করে > জিনজিয়াং।
  • World Health Organization (WHO) এর 
  • সদর দপ্তর > জেনেভা, সুইজারল্যান্ড।
  • ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয় > তুরস্ক ও রাশিয়াকে।
  • ইয়াঙ্গুন যে নদীর তীরে অবস্থিত > ইরাবতী।
  • হিব্রু সভ্যতা যে নগরীতে গড়ে উঠেছিল > প্যালেস্টাইনের জেরুজালেম।

  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
  • তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়>  শক্তি।
  • মানবদেহে স্কার্ভি রােগ হয় > অ্যাসকরবিক এসিডের অভাবে।
  • সােস্যাল নেটওয়ার্কিং সাইট Twitter চালু হয় >  ২০০৬ সালে।
  • ১ কিলােবাইট > ১০২৪ বাইট।
  • তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযােগী > ওয়াইম্যাক্স।
  • প্রােগ্রাম থেকে কপি করা ডাটা থাকে Clip Board-এ 

  • বর্তমানে ব্যবহৃত কম্পিউটার যে প্রজনমের >  ৪র্থ।
  • সফটওয়্যার ডিলিট করার Run command চালু করে লিখতে হয়-regedit ।
  • Global Positioning System Uses-CDMA.
  • ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের সংক্ষিপ্ত রূপ> এমটিএস।
  • যে ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নত মানের প্রিন্ট প্রদানে সক্ষম > লেজার প্রিন্টার।
  • HTTP 404 error হলোে > সার্ভার পাওয়া যাচ্ছে না।
  • কম্পিউটারের আই. কিউ হচ্ছে ০।
  • কম্পিউটার একটি হিসাবযন্ত্র।
  • লগারিদমের প্রবর্তন করেন> জন নেপিয়ার 

Post a Comment

0 Comments

Close Menu